| |
               

মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানের প্রতি ইঞ্চি এখন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে, অপারেশন সিঁদুর ছিল শুধু ট্রেলার : রাজনাথ সিং


পাকিস্তানের প্রতি ইঞ্চি এখন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে, অপারেশন সিঁদুর ছিল শুধু ট্রেলার : রাজনাথ সিং


শেখ আশরাফুল ইসলাম     19 October, 2025     02:52 PM    


ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূমি এখন ভারতের তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। সাম্প্রতিক অপারেশন সিঁদুরে যা ঘটেছে, তা ছিল শুধু একটা ট্রেলারের মতো। মূল চিত্র এখনো দেখা বাকি।

শনিবার (১৮ অক্টোবর) লখনৌয়ের সরোজিনি নগরে ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিটে তৈরি প্রথম ব্যাচের ক্ষেপণাস্ত্র উদ্বোধনের সময় এ কথা বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় তার সাথে ছিলেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রাজনাথ সিং বলেন, ব্রহ্মোস শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ভারতের আত্মবিশ্বাস ও সামরিক সক্ষমতার প্রতীক। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—সব ক্ষেত্রেই ব্রহ্মোস এখন ভারতের প্রতিরক্ষার মূল শক্তি হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, ভারতের প্রতিরক্ষা এখন এমন অবস্থায় পৌঁছেছে, যা নিজেই এক শক্তিশালী সতর্কবার্তা।

তিনি বলেন, পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এলাকা ব্রহ্মোসের আওতায়। অপারেশন সিঁদূরে যা হয়েছে, সেটা কেবল ট্রেলার। পাকিস্তান বুঝে গেছে, ভারত যখন চাইলে পাকিস্তান তৈরি করতে পেরেছিল, তখন চাইলে আর কী করতে পারে, তা বুঝে নেওয়ার মতো বুদ্ধি সবারই আছে।

সূত্র : দ্য সিয়াসত ডেইলি